পিবিএ,ডেস্ক:মিয়ানমারের দক্ষিণাঞ্চলের কাচিনে একটি রত্নপাথরের খনি ধসে অন্তত ৫৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সোমবার রাতে হপাকান্ত এলাকার ওই খনিতে শ্রমিকরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন ধসের ঘটনা ঘটে।তাদের কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। একজন পুলিশ কর্মকর্তা জানান, খনি ধসের ঘটনা এতই ভয়াবহ যে সেখানে একটি কাদার লেক তৈরি হয়েছে।কাদায় তলিয়ে গেছে অন্তত ৪০টি গাড়ি। তিনি বলেন, ৫৪ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। মাত্র তিনটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।যাদের খোঁজ মিলছে না তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। খবর আলজাজিরার। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উদ্ধার কাজে ব্যস্ত কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। মিয়ানমারে খনিগুলোর নিরাপত্তা ব্যাবস্থা খুবই দুর্ব ল এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে।
পিবিএ/হাতা