হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগে

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৮১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: গত ৪ আগস্ট খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার জেলা শহরের কলাবাগানস্থ বাস ভবনে হামলা,ভাঙচুর ও শাপলা চত্বর,ভাঙাব্রীজের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা,দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা ভাংচুর,লুটপাটের অভিযোগে ৫১৬ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৩ শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা হয়েছে খাগড়াছড়ি সদর থানায়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে মুঠোফোনে মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি সদর থানার (তদন্ত) ভারপ্রাপ্ত ওসি ফখরুল ইসলাম। তিনি জানান,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

এতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

চলতি মাসের ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার জেলা শহরের কলাবাগানস্থ মামলার অভিযোগ আনা হয় এতে। এছাড়াও খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় বাসভবনে ভাঙচুর,শাপলা চত্বরে হামলাসহ একাধিক অভিযোগে এ মামলা হয়েছে।

একটি বিশ^স্ত সূত্রে জানা যায়, ঐ মামলায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও  সাবেক মেয়র রফিকুল আলম,মংসুইপ্রু চৌধুরী অপু,নির্মলেন্দু চৌধুরী,দিদারুল আলম,পরিমল দেবনাথ,চন্দন কুমার দে,রেজাউল করিম,মানিক পাটোয়ারী,আক্তার হোসেন,ইসমাইল হোসেন,নুরুল আজম,বিশ^জিত রায় দাশ,টিকো চাকমা,নুরুল আফসার চৌধুরী,শামীম চৌধুরীসহ ৫১৬ শীর্ষস্থানীয় নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৩ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন...