খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নি‌বেদন

পি‌বিএ,খাগড়াছ‌ড়ি‌ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছ‌ড়ি‌তে সকল বীর শহীদদের প্রতি দিয়ে শ্রদ্ধা নিবেদন ক‌রে‌ছেন সর্বস্ত‌রের জনগণ।

জাতির শ্রেষ্ঠসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের সরকারী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারাদের নি‌য়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ‌্য দি‌য়ে দিব‌সের কর্মসূ‌চি সূচনা ক‌রা হয়। এরপর জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন পর্যটন স্পটে বিনামূল্যে প্রবেশের সুযোগসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন...