খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা প্রদান

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: মানবতা ও সমাজ কল্যাণে মানবিক সহায়তার হাত বাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোন।

গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) এ সহায়তা তুলে দেয়া হয়। খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সহায়তা তুলে দেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার, প্রধান অতিথি লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

এতে প্রধান অতিথি বলেন, সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাস করতে হবে। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

সিন্দুকছড়ি জোন সদরের বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে আলোর ব্যবস্থা করার জন্য সোলার প্যানেল, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন, আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের বসবাস যেন বৃষ্টির কারণে ক্ষতিগ্রন্থ না হয় সেজন্য ঢেউটিন ও ছাতা তুলে দেন।

এছাড়াও প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে করার মেশিন, বিশুদ্ধ পানি পানের জন্য পানির ফিল্টার, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্থানীয় ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১৯২ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান করা হয় এতে।

আরও পড়ুন...