স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি: খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬নভেম্বর) দুপুরের দিকে জেলার অরুণিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
এতে খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লি: এর সভাপতি অনিমেষ খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বীথি,সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার প্রমুখ।
১৫ বছর আওয়ামী দু:শাষনের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন, ফ্যাসিস্টরা ক্ষমতার অপব্যবহার, বিএনপি ব্যবসায়ীদের উপর অন্যায়, অত্যচার, নিপিড়নও লুটপাট করেছে। সমিতির ৪ বছরে আওয়াী লীগের কাছ থেকে তারা কোন সুধিধা আদায় করতে পারেন নাই। সমিতির নাম শোনেছি ১মাস আগে শোনেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সমিতির নেতৃবৃন্দের কথা শোনে মনে হয় আমি যেন গণমন্ত্রী হয়ে দেশে আসছি। বিএনপি এখন ক্ষমতায় নাই। আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না। তবে সমস্যা সমাধানে আগামীতে ব্রিগেড কমান্ডারকে প্রধান অতিথি করে প্রোগ্রাম করার পরামর্শ দেন তিনি।
এসময় জেলা বনজদ্রব্য ব্যবসায়ী লিমিটেডের নেতৃবৃন্দ্রগণ উপস্থিত ছিলেন।