আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলায় শহীদদের স্মরণে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতি ন্যায্য দাবি চলমান আন্দোলনের সর্মথনে খাগড়াছড়িতে জাতীয় সঙ্গীতের মধ্য মধ্য দিয়ে শহীদদের স্মরণে পতাকা উত্তোলন ও মোবাবাতি প্রজ্বলন করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি এস্কয়ারস্থ লারমা চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
“আমরা বিচ্ছিন্নতাবাদী নই,আমরা বাংলাদেশী, বাংলাদেশের নাগরিগ স্লোগানে খাগড়াছড়ি সদর এলাকাবাসীর আয়োজিত কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি,পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এতে অংশ নেন।
সমাবেতরা শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে, পরে জাতীয় সঙ্গীতের মধ্য মধ্য দিয়ে শহীদদের স্মরণে পতাকা উত্তোলন ও মোবাবাতি প্রজ্জ্বলন করে।
এলাকাবাসী ও পাঁচ সংগঠনের নেতাকর্মীরা এতে ক্ষোভ প্রকাশ করে সাম্প্রদায়িক হামলার কথা তুলে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পার্বত্য চট্টগ্রামে উস্কানি দিয়ে পরিবেশ অশান্ত করে তোলার চেষ্টা হয়েছে। একই সাথে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচী থেকে।