পিবিএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক ইউপিডিএফ সদস্য আটক হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট বাইল্ল্যাছড়িস্থ ১নং রাবার বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ময়দাছড়া গ্রামের লক্ষী রঞ্জন ত্রিপুরার ছেলে মধু রঞ্জন ত্রিপুরাকে (২৪) কে একটি দেশী বন্দুক (এল জি), ২ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড খালি কার্তুজ, ২ টি বড় দা ও চাঁদা আদায়ের বইসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মধু রঞ্জন নিজেকে ইউপিডিএফের কালেক্টর বলে পরিচয় দিয়েছে এবং রাবার বাগান এলাকায় নিয়ং মারমা, থোইচিং মারমা, অনিমেষ চাকমা এবং রাজু চাকমা নামে অপর ৪ জন ইউপিডিএফ সদস্যের সাথে চাঁদা আদায়ের কাজে নিয়োজিত ছিল।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানিয়েছেন, আটককৃত মধু রঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/এফএস