খাগড়াছড়িতে এলাকার পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর উপজেলা ভাইবোনছড়া ইউনিয়নে বিদ্যুৎ বিহীন এলাকার পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে সংরক্ষিত মহিলা আসন-০৯ আসনে সংসদ শ্রীমতি বাসন্তি চাকমা প্রধান অতিথি উপস্থিত হয়ে সোলার প্যানেল বিতরন করা হয়। ৫নং ভাইবোছড়া ইউনিয়নে ২০১৯-২০অর্থ বছরের টিআর ও কাবিটা(২য় পর্যায়) কর্মসূচীর আওতায় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্যের অনুকুলে সোলার খাতে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ৩০৯ আসনে, সংরক্ষিত মহিলা আসন-০৯ আসনে সংসদ শ্রীমতি বাসন্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বার্হী অফিসার মিস সন্ঞ্জিতা কর্মকার, লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরন ত্রিপুরা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলার সাধারন সম্পাদক শাহেনা আক্তার পারভিন।

প্রধান অতিথি বাসন্তি চাকমা এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে বর্তমান সফল সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় প্রতিটি ঘরে আলো জ্বালিয়ে দিতে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌছে দেওয়া সম্ভব হয়েছে। স্কুল-কলেজ নির্মান, ব্যাপক উন্নয়নের দেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া ন্যুনতম মানুষের মৌলিক চাহিদা পূরনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার এখন পেত ভরে ভাত খেতে পারচ্ছে। তারপরে বিদ্যুৎ পৌছে দেওয়ায় এলাকার অত্যন্ত আনন্দিত ও গড়বিত।
৫নং ভাইবোনছড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ৯২পরিবারে মাঝে সোলার প্যানেল, ব্যাটারীসহ অন্যান্য বিদ্যুৎ র্সঞ্জামাদি বিতরন করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পিবিএ/চাইথোয়াই মারমা/এসডি

আরও পড়ুন...