খাগড়াছড়িতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

accident-500 PBAপিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার মাটিরাঙ্গা- তানাক্কাপাড়া সড়কে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কাঁঠ বোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে কুলছুম বেগম (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আকষ্মিকভাবে বেঁচে গেলেন কোলে থাকা দুই সন্তান।
দুই কন্যা সন্তানের জননী নিহত কুলছুম বেগম বেলছড়ির ৮নং ওয়ার্ডের ছনখোলাপাড়ার মো: আইয়ুব আলীর স্ত্রী। তিনি স্বামীসহ মাটিরাঙ্গার ভুঁইয়াপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে দুই কন্যা সন্তানসহ ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে বেলছড়ি বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কুলছুম বেগম। বাড়ির খুব কাছাকাছি সমিতি টিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঁঠ বোঝাই ট্রাককে (চট্টমেট্টো-ট ১১-৪৬৭০) সাইড দেয়ার সময় সন্তানসহ মোটরসাইকেল থেকে পড়ে যান কুলছুম বেগম। এসময় ট্রাকের পেছনের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সন্তানের সামনে ট্রাকের চাকায় পিস্ট হয়ে মা নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যায় তার কোলে থাকা দুই কন্যা সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।

পিবিএ/এনইউ/হক

আরও পড়ুন...