খাগড়াছড়িতে পাহাড় ধসে নিহত ১

পিবিএ, দীঘিনালা ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় ধসে যোগেন্দ্র চাকমা (৪০) একজন নিহত হয়েছে। সে উপজেলার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামের শুভধন চাকমার ছেলে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বসতঘরে পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামে অতিবৃষ্টির কারণে ৪টি বসত ঘরের উপর পাহাড় ধসে পড়ে। এসময় পাহাড়ের পাদদেশে থাকা বসতঘর ধসে পড়ে। বসতঘরে থাকা যোগেন্দ্র চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তিনটি বসতঘর বিদ্ধস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এলাকাবাসী। দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/সোহেল/হক

আরও পড়ুন...