খাগড়াছড়িতে পুকুরে মৎস্য অফিসের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একাধিক প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়। সোমবার(৩১ আগষ্ট) মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: আসিফ ইকবাল, জেলা মৎস্য কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মঈন উদ্দিন আহমদ, উপ সহকারী পরিচালক মো: আসাদুজ্জমান, মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা ও মহালছড়ি মৎস্য অফিসার ঝন্টু বাড়ৈ।

এদিন মহালছড়ি জোন এর ৮একর হায়গায় জলাশয়ে ২৫কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয় বলে মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকতা প্রবীন চন্দ্র চাকমা সাংবাদিকদের জানান। তিনি আরো জানান সরকারের রাজস্ব খাতের অর্থায়নে প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে মাছে পোনা অবমুক্ত করণ কার্যক্রম এর আওতায় উপজেলা অন্যান্য ইউনিয়ন সমূহের ২১টি জলাশয়ে একদিন একইভাবে নির্ধারিত পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হয়।

পিবিএ/চাইথোয়াই মারমা/এসডি

আরও পড়ুন...