খাগড়াছড়িতে পুলিশি নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম প্রেরণ

পিবিএ,খাগড়াছড়ি: আগামী ১৮মার্চ ২য় ধাপে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলছে শেষ মুর্হূতের প্রস্তুতি। পুলিশ,বিজিবির সহায়তায় কেন্দ্রে প্রেরণ হচ্ছে ভোটের সরঞ্জাম। এর আগে খাগড়াছড়ি সদরসহ ৮উপজেলায় ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
ভোট গ্রহণের একদিন আগে সহকারী রিটানিং অফিসারে উপস্থিতি উপজেলা সদর থেকে কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে নির্বাচনি মালামাল।

নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। এবার প্রতি উপজেলায় পুলিশ সদস্য ছাড়াও ২ প্লুাটন বিজিবি মোতায়েন করা হবে। তবে জেলার পানছড়ি,দীঘিনালা ও লক্ষীছড়ি উপজেলায় ৪ প্ল্যাটুন করে বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া তিন পার্বত্য জেলায় পুলিশ ,বিজিবি পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে। ৮ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৮৫৪ জন। ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সদস্য ।

‘পার্বত্য অঞ্চলের বিশেষ বিবেচনায় নির্বাচন কমিশন তিন পার্বত্য জেলায় স্টাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ’

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...