খাগড়াছড়িতে নিহত শ্রমিক পরিবারকে অনুদান

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার প্রয়াত শ্রমিক এনায়েত আলীর পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন।

শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত শ্রমিক এনায়েত আলীর পরিবারকে মৃত্যু কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন ।

সংগঠনটির সভাপতি জানু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো. শাহআলম মজুমদার, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি করিম শাহ, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

উম্মে ইসরাত বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থ সুরক্ষায় সবাই কাজ করলে সমাজের উন্নয়ন হবে। পরিবহনের চালকদের প্রশিক্ষিত হতে হবে এজন্য সবধরনের সহযোগিতা প্রশাসন থেকে করার আশ্বাস দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ইদ্রিস মিয়া, কোষাধ্যক্ষ মুকবুল আহাম্মদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তী প্রমূখ।

পিবিএ/এনউ/ইএইচকে

আরও পড়ুন...