খাগড়াছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

K-pic-8.2.19

পিবিএ, খাগড়াছড়ি: জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭৯.৫৬ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৪৩ বিজিবির নায়েক সুবেদার মোঃ নাজমুল হোসেন’র নেতৃত্বে রামগড় ১নং ইউনিয়নের চিনছড়ি পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে রামগড় পরিত্যাক্ত অবস্থায় ৭৯.৫৬ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করেছে।

জব্দকৃত কাঠ রামগড় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...

preload imagepreload image