খাগড়াছড়িতে শোক মিছিল ও সভা

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: শোকাহ আগস্ট উপলক্ষে খাগড়াছড়িতে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগে কার্যালয় থেকে সংগঠনটির সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,বঙ্গবন্ধু আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে নেতাকর্মীদের শতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তারা এদেশের ভালো চায়না বলেই তারা সাধারন মানুষের ক্ষতিসহ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করে সকলকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম।

এছাড়াও এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার,শতরূপা চাকমা,এড.আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন,ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

আরও পড়ুন...