পিবিএ ঢাকা : খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব কর্মকারের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার (১৮ মার্চ) সকালে ময়না তদন্ত সম্পন্ন করেন সোহরাওয়ার্দীর ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা। তবে তিনি ময়না তদন্ত সম্পর্কে সংবাদ মাধ্যমেক কোনো কথা বলতে রাজি হননি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে মর্গ গেটে পাওয়া যায়। এ সময় তিনি বলেন, আমি কিছু বলব না, রিপোর্ট করবো, পুলিশকে দেব, তাদের সাথে কথা বলবো।
তবে পরিবার ও সহকর্মী চিকিৎসক-চিকিৎসক নেতাদের অভিযোগ- পারিবারিক কলহের জেরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ে কৃষ্ণা কাবেরীর স্বামী রাজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পরিবার ও সহকর্মী চিকিৎসক-চিকিৎসক নেতাদেরই জোরালো দাবির মুখে ১৭ মার্চ সন্ধ্যার দিকে রাজন কর্মকারের মৃত্যুর ঘটনায় পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেছে।
শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় বলেন, মৃতের মামা বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ জমা দিয়েছেন। সেটা আমরা গ্রহণ করেছি। মরদেহ পোস্ট মর্টেমের পর বাকি কাজ করা হবে।
সোমবার সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজনের মরদেহ সোহরাওয়ার্দীর মর্গে আছে বলে একটি সূত্র জানায়।
এদিকে রাজনের মামা সুজন কর্মকারের সঙ্গে সোমবার সকালে কয়েক দফা মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফে সাড়া মেলেনি।
রোববার (১৭ মার্চ) ভোরে ফার্মগেট ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে সংজ্ঞাহীন অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংজ্ঞাহীন অবস্থায় রাজনকে হাসপাতালে নিয়ে আসেন তার শ্যালিকা। এর কিছুক্ষণ পর আসেন তার স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষকে তারা জানান, রাজনের আকস্মিক হার্ট অ্যাটাক (এমআই) হয়েছে।
অবশ্য রাজনের বেশ কয়েকজন সহকর্মী মরদেহের আংশিক স্থান দেখেছেন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনের বাঁ হাতের মাংসপেশিতে অস্বাভাবিক দাগ আছে, মুখমণ্ডলের বাঁ পাশেও এ ধরনের দাগ আছে।
পিবিএ/জেডআই