খাদ্যমন্ত্রীর মেয়ের নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ

মৃত্যু
ফাইল ছবি

পিবিএ ঢাকা : স্ত্রীর নির্যাতনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক রাজন কর্মকার মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। রাজন কর্মকার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ে চিকিৎসক কৃষ্ণা চন্দ্র মজুমদারের স্বামী।

রবিবার (১৭ মার্চ) ভোরে রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডের ভাড়া বাসা থেকে চিকিৎসক রাজন কর্মকারের (৪২) মরদেহ উদ্ধার করে নেয়া হয়েছে ঢাকার স্কয়ার হাসপাতালে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগের মেডিসিন সার্জারি সহযোগি অধ্যাপক রাজনের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন তার সহকর্মীরা। খবর পেয়ে সকালে তারা ভীড় জমান স্কয়ারে।

রাজনের সহকর্মী ও স্বজনদের সন্দেহ- বছর খানেক আগে কৃষ্ণার দ্বারা মাথায় আঘাতপ্রাপ্ত রাজন মাসখানেক ঢাকার পপুলার হাসপাতাল, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তার সহকর্মীরা- রাজনের ময়না তদন্ত দাবি করে মৃত্যুর কারণ পরিষ্কার করা দাবি জানিয়েছেন। রাজনের স্ত্রী-ও বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

এর আগেও কয়েক দফায় স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে রাজন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি পিবিএ’কে বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। তবে এখনই খোঁজ খবর নিচ্ছি।

 

পিবিএ/এআই

আরও পড়ুন...