পিবিএ,ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। আপিলের স্থগিত শুনানি শেষে দৈব চয়নের মাধ্যমে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন কমিশনের সংখ্যা গরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।
শনিবার সন্ধ্যায় ইসি ভবনে স্থগিতদের শুনানিতে শেষে মনোনয়নের বাতিল করা হয়।
আপিল শুনানিতে প্রথমে কমিশনার মাহাবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়ন বৈধতা করলেও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে অন্য তিন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন (অবঃ) বাতিল ঘোষণা করলে, পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও বাতিল বলে ঘোষণা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনীত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন আপিল বাতিল হলো।
পিবিএ/এম আই/এসআই/এফ এস