‘খালেদার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন প্রধান বিচারপতি’

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, একাদশ সংসদ সদস্য নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেয়ার বিষয়ে প্রধান বিচারপতি তড়িৎগতিতে ব্যবস্থা নিবেন।

মঙ্গলবার হাইকোর্টের আদেশের পর অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সংবাদকর্মীদের এ কথা বলেন। খালেদা জিয়ার এ আবেদনের বিষয়ে দ্রুত শুনানি শেষ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিশ্চিত প্রধান বিচারপতি দ্রুত শুনানির আদেশ দেবেন। যত তাড়াতাড়ি এই বেঞ্চ আদেশে স্বাক্ষর করে প্রধান বিচারপতির কাছে পাঠাবে। প্রধান বিচারপতি তড়িৎগতিতে ব্যবস্থা নেবেন।’

তিনি বলেন, খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে হাইকোর্টের বিভক্ত আদেশের ফলে এখনো তার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে তিনটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। গতকাল সারাদিন এই পিটিশনের শুনানি হয়েছে। আজকে আদেশে দুজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি রুল, স্টে ও ডিরেকশন দেয়ার পক্ষপাতিত্ব ছিলেন। অন্য একজন বিচারপতি তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

যেহেতু দুইজন বিচারপতি ঐক্যমতে পৌছাতে পারেননি। সেইজন্য এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতির কাছে গেলে তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন। ফলে আইনগত অবস্থা দাঁড়ালো এখনো পর্যন্ত উনি (খালেদা জিয়া) কোন আদেশপ্রাপ্ত হননি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাতো স্যাটেল ম্যাটার, কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। কাজেই আমি তো প্রথম থেকেই বলে আসছি কোনো আদালত এ রকম আদেশ দিতে পারে না। যে আদেশের ফলে সংবিধানের একটি বিধান অকার্যকর হয়ে যায়।’

তিনি বলেন, ‘আমি মনে করি যে, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নৈতিক স্খলনজনিত কারণে দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন। তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় না।’

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে পারবেন কি না সে বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন।

আরও পড়ুন...