খালেদার মুক্তি দাবিতে বিএনপির অনশন

পিবিএ,ঢাকা : সারাদেশে ঘূর্ণীঝড়ের মধ্যেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলায় হাজিরার দিন আগামী ১২ই জুন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়া

শনিবার (৪ মে) বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা। চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী । তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা প্রতীকী অনশনে উপস্থিত রয়েছেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...