কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে কুয়ালালামপুরের বুকিত বিনতানে হোটেল মেট্রোতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।
মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলমের পরিচালনায় মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি শাখাওয়াত হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও আব্দুল্লাহ আল মামুন লিটন, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন সাগর, কেলাং মহানগর বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, কেএল সেন্ট্রাল বিএনপির সভাপতি আবুল কাশেম নয়ন, কোতা দামানসারা বিএনপির সভাপতি মোঃ হজরত আলি, বুকিট বিন্তাং বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাওছার ভুঁইয়া, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি বাদল আহম্মেদ, যুবদল মহানগরের সাংগঠনিক সম্পাদক ইমন সাঈদসহ বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মঞ্জ খাঁ, সহঅর্থ সম্পাদক এম এ কালাম, মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কোতা দামানসারা বিএনপি, যুবনেতা জাহাঙ্গীর হাওলাদার, শেখ আসাদুজ্জামান মাসুম, শেখ জালাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রেখে বাংলাদেশে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। তাই অবিলম্বে বেগম জিয়াসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
অনুষ্ঠান শেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার ও জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ধ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পিবিএ/হান্নান/জেডআই