‘খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া’

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা বিএনপির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা শাখার উদ্যগে দলীয় কার্যালয়ে সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাতসহ আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক ও প্রবিণ রাজনীতিবিদ জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সাবেক মহিলা এমপি এ্যাড. রিনা পারভীন, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,সদর উপজেলা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা ইউনুস শেখ,সাবেক এপিএস এম এ মজিদ,জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এ্যাড.আদম সুফি,জেলা মহিলাদল নেত্রী আঞ্জুমান আরা বানু মুক্তি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদার রহমান (মাহাবুব), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদল সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রাফসান জাপানসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা স্বৈরাচারী হাসিনা সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন আহত রয়েছেন তাদের জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন...