খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজশাহীতে সমাবেশ

পিবিএ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী নগরীর মাদরাসা মাঠ সংলগ্ন ঈদগা রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ। তবে এখনো লিখিত অনুমতি দেয়নি পুলিশ। এরই মধ্যে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সমাবেশ করবে বলে সকল প্রস্তুতি শেষ করেছে বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বরাত দিয়ে সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। জানা গেছে, বিভাগের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ ছাড়াও সমাবেশের জন্য মাইকিং করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী বিকাল ৩ টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে যথাসময়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এদিকে বিএনপির আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা বাড়িয়েছে রাজশাহী মহানগর পুলিশ। রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে চার লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবে বলে আশা করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

রাজশাহীর এ মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসিডিয়াম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পিবিএ/বাখ

 

আরও পড়ুন...