খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশের অনুমতি

পিবিএ, ঢাকা : দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে তাদের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, আগামীকাল দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

তিনি বলেন, সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। আজকে তাদের পক্ষে থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।

এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন আদালত।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...