খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

পিবিএ,ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা সত্তে¡ও গতকাল রোববার প্রায় সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে ছাত্রদল সূত্রে জানা যায়।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমান সাগর, আব্দুল্লাহ আল জুবায়ের বাবু, করিম প্রধান রনি, মাহবুব মিয়া, সহ-সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা জুঁই, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, পার্থ দেব মন্ডল, সাজিদ হাসান বাবু, আমিনুর রহমান আমিন, তানজিল হাসান, শাহদাত হোসেন প্রমুখ।

জবি সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জবি ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটির নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাওসার।

এছাড়াও ছাত্রদলের আরেকটি গ্রুপ বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য প্রদানকালে নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, তারা আরও বলেন, তারেক রহমান ছাত্রদলের অভিভাবক, দলের যেকোন বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পরবর্তীতে যে কোন কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিজের জীবন দিয়ে হলেও পালন করবে।

মিছিলে জবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ সালাহউদ্দীন, সানোয়ার হোসেন মিঠু, ইব্রাহিম কবির মিঠু, সিয়ামসহ ছাত্রদল নেতা জাকির উদ্দিন আবির, মেহেদী হাসান হিমেল, কাওসার হামিদ খান, শাহদত হোসাইন, নাসিম আহমেদ, ওয়াহিদুজ্জামান তুহিন, আহমেদ শাহরিয়ার, জামাল সাগর, রবিউল আউয়াল, কামরুল, মোঃ মাইন উদ্দিন চৌধুরী মাইন, সাইদুজ্জামান সাঈদী, আজিজুর রহমান, জাহিদ প্রমুখ অংশ নেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...