খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের মিছিল
ফাইল ফটো

পিবিএ ডেস্ক: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০মে) বেলা সোয়া ১২ টার দিকে মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা শ্লোগান দেন। মিছিলে হাজার খানেক নেতাকর্মী অংশগ্রহণ করে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...