খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির মানববন্ধন

bnp-manchain-PBA

পিবিএ,ঢাকা: খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ান তারা।

মানববন্ধনে উপস্থিত আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মফিকুল হাসান তৃপ্তি, মোস্তাফিজুর রহমান বাবুল ও কাজী আবুল বাশারসহ অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে, বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। খালেদার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।

উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়া।

পিবিএ/এফএস

আরও পড়ুন...