খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি: মাহবুবুল হক

mahbul-PBA
ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক

পিবিএ,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে। আশা করি, আরও ভালো হবেন। শনিবার( ৬ এপ্রিল) খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পকে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল হক বলেন, বিএসএমএমইউতে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া ডায়াবেটিসে আক্রান্ত। এটা নিয়ন্ত্রণে এসে যাবে, এর জন্য সময় লাগবে।

চিকিৎসা
ফাইল ছবি

এর আগে সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয় খালেদা জিয়াকে। তার চিকিৎসায় এ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকল বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন- রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ফিজিকেল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, কার্ডিলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিলা পারভিন ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...