খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালেন বিএসএমএমইউ পরিচালক

পিবিএ,ঢাকা: সোমবার দুপুরে বিএসএমএমইউ’র পরিচালক বি ব্লকের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তিনি। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অনুমতি না মেলায় কেবিনের বাহির থেকে ফিরে যেতে হয়েছে চিকিৎসকদের। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ঠিকভাবেই চলছে. পরিবারের অভিযোগ সঠিক নয়।


বিএসএমএমইউ পরিচালক বলেন, ডায়বেটিকসহ ৬টি রোগে ভুগছেন খালেদা জিয়া। এজন্য বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা, রক্তচাপ, ব্লাড সুগার দিনে ২ বার মাপা হচ্ছে। তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হচ্ছে না। খালেদা জিয়ার বাতজ্বরের আধুনিক চিকিৎসার শুরু করার জন্য এক ধরনের ভ্যাকসিন নেয়া প্রয়োজন। কিন্তু তিনি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না। চিকিৎসকরা তাকে কাউন্সেলিং করে যাচ্ছেন।

চিকিৎসকরা দুই বেলা ডিউটিতে থাকেন। চিকিৎসকদের সেবা দিতে খালেদা জিয়া ঠিকমত সময় দেন না জানিয়ে মহবুবুল হক বলেন, কিছু ওষুধ প্রয়োগে তার সম্মতি পাওয়া যায়নি। এর আগে ২ অক্টোবর বিএনপির সংসদ সদস্যদের অভিযোগের মধ্যেই ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক জানিয়েছেন, খালেদা জিয়া ভালো আছেন, তার অবস্থার কোনো অবনতি হয়নি।

দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় তার। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৩৩টি মামলা চলছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...