খালেদা জিয়ার সাথে ছবিটি এডিট করা: মিশা সওদাগর

পিবিএ,বিনোদন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খলনায়ক মিশা সওদাগর। নির্বাচিত হবার পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার সাথে একটি ছবি আলোচনায় আসে। এ ব্যাপারে কথা বলেন খলঅভিনেতা মিশা সওদাগর। বলেন, আমি একজন চলচ্চিত্র শিল্পী। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। মানুষ আমাকে ভালোবাসেন। তো বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গাতে যেতে হয়। অনেকের সঙ্গে ছবি তোলা হয়।

কিন্তু আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে এই সংগঠন ছাড়া আর কোনও সংগঠনের সঙ্গেও জড়িত না। যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি এডিট করা ছবি।

কথিত এক ছাত্রদল নেতার পোস্ট থেকে ছবিটি ভাইরাল হয়। তিনি লিখেছেন, ‘অভিনন্দন শহীদ হাসান মিশা (মিশা সওদাগর) জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সহসভাপতি, টানা দ্বিতীয়বার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত।’ তবে এই তথ্যগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মিশা সওদাগর।

পিবিএ/মারুফ সরকার/এমএসএম

আরও পড়ুন...