খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে বিএনপি: হাছান মাহমুদ

hasan-mahmud-PBA

পিবিএ,ঢাকা: আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা নিয়েই দু’বার প্রধানমন্ত্রী ও একবার বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন। বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে। সকাল-বিকেল একবার ফখরুল, একবার রিজভি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদ সম্মেলন করেন। বিএনপির কাছে অনুরোধ, এই তামাশা থেকে বেরিয়ে আসেন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্য করে বলেন, আপনাদের আন্দোলনের হুমকি শুনে সবাই হাসি ঠাট্টা করে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, প্যারোলে মুক্তি জোর করে কাউকে দেওয়া যায় না। অভিযুক্ত ব্যক্তিকে সরকারের কাছে প্যারোলে মুক্তি চাইতে হয়। আমরা প্যারোলে মুক্তির বিষয়ে কিছু ভাবছি না। কেউ প্যারোল চাইলে, তখন দেখা যাবে। একসময় যে পাকিস্তান বাঙালিকে ভুখা বাঙালি বলতো, এখন সেই বাংলাদেশ সব সূচকে পাকিস্তান থেকে এগিয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমরা সূচকে ভারত থেকেও এগিয়ে যাবো।

দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর প্রজন্ম লীগের সাবেক সভাপতি মনির হোসেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...