খাসোগি হত্যার বিচারে মার্কিন এমপিদের সহায়তা চাই :খাদিজা

খাসোগি হত্যার বিচারে মার্কিন এমপিদের সহায়তা চান তার বাগদত্তা

খাদিজা সেনগিজ । ছবি: সংগৃহিত

পিবিএ, ডেস্ক: সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিচারে মার্কিন কংগ্রেস সহায়তা করবে বলে আশা করছেন তার বাগদত্তা খাদিজা সেনগিজ। ওয়াশিংটন পোস্টের ওই কলাম লেখকের বাগদত্তা আরও বলেন, কংগ্রেসের একটি সংসদীয় উপকমিটির সঙ্গে বৈঠকের পর জানতে পারি, এ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র যে নীতিগ্রহণ করেছে- তার সঙ্গে অনেক এমপিই একমত না। খবর আনাদোলুর।

তারা ওই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি খাসোগি হত্যাকাণ্ডের নতুন করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন মার্কিন এমপিদের কাছে।তিনি এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের নেয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, সৌদি আরবে তার পরিবার সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য ছিল না। তিনি আমাকে বলেছিলেন, রাজনৈতিক কারণে তার আগের বিয়ে ভেঙে গেছে। তিনি খুবই দুঃখিত ও বিষণ্ণ ছিলেন।‘সৌদি আরবে তার বন্ধুদের ভাগ্যে কী ঘটেছে, তা তিনি জানতেন না বলে খাসোগি আক্ষেপ করতেন।’যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েকশ ভিন্ন মতাবলম্বীকে আটক রেখেছেন। যাদের মধ্যে খাসোগির অনেক বন্ধুরাও ছিলেন।

খাদিজা বলেন, সৌদি আরবে অবস্থান করা তার বন্ধুরা রাজতন্ত্রের বিরুদ্ধে লিখতে পারছিলেন না। কাজেই লেখালেখি করাকে নিজের দায়িত্ব হিসেবে বেছে নেন সাংবাদিক জামাল খাসোগি।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...