খিলক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে আজ বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচের রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরনে অ্যাস কালারের ফুল প্যান্ট ও গ্রামীণ চেকের ফুলহাতা শার্ট ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/বাখ

আরও পড়ুন...