খিলক্ষেতে উবারের প্রাইভেটকারে আগুন (ভিডিও সহ)

উবার
খিলক্ষেতে উবারের প্রাইভেটকারে আগুন

পিবিএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেতে উবারের একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে উবারের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্টো- গ ২৫-১৫৩৮) আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটির ইঞ্জিনে হঠাৎ আগুন লাগতে দেখে, মুহূর্তের মধ্যে তা দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় সেখানে কর্মরত আনসার সদস্যরা ও উপস্থিত জনতা মিলে অগ্নি নির্বাপক, পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, এর আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

উবারে
উবারের প্রাইভেটকারে আগুন

গাড়ির ড্রাইভার সিব্বির আহমেদ পিবিএ’কে বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে যাত্রীকে নামানোর পর গাড়ির স্টিয়ারিং জ্যাম হলে ইঞ্জিন কভার খুলে যান্ত্রীক ত্রুটি চেক করার সময় ব্যাটারির শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খিলক্ষেত থানার এসআই শুভাশিষ শুভ পিবিএ’কে বলেন ইঞ্জিনের ব্যাটারি থেকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় কোন ব্যক্তি আহত নিহত হয়নি।

পিবিএ/এহক/জেডআ

আরও পড়ুন...