খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাইদা পরিবহন

raida-accident-PBA

পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেতে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেছে রাইদা পরিবহনের একটি বাস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন পিবিএকে জানান, সকালে খিলক্ষেতে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় রাইদা পরিবহনের একটি বাস।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...