খিলগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাছ বিক্রেতা নিহত

Road-Accident
পিবিএ ঢামেক: রাজধানীর খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুড্ড্যা উপজেলার চড়দানুকাঠি গ্রামের বাসিন্দা। বর্তমানে খিলগাঁও সি ব্লকে পরিবার নিয়ে ভাড়া থাকতো।
মৃতের ভাগনী শাহনাজ পারভীন জানান, সে মাছ বিক্রি করতো। বিকালে বাসা থেকে বের হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা আনতে যায়। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রাজ্জাক।
পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/জেজডআই

আরও পড়ুন...