খুনের হুমকি দিয়ে ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক!

teacher-student-sex-PBA

পিবিএ,ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যে এক শিক্ষিকার বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ভয় দেখিয়ে তার সঙ্গে যৌন সর্ম্পকে জড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগেই পুলিশ ৩১ বছর বয়সী সেই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, শিক্ষিকার বাবার বাসাতে নাবালকের পরিবার ভাড়া থাকে। সেই বাসা থেকেই তার সাথে পরিচয়। সেখান থেকেই ছাত্রটি তার কাছে পড়তে যেত। কিন্তু এক সময় সেই শিক্ষিকা পড়ানোর নাম করে নাবালকের সঙ্গে নিজের যৌন চাহিদা পূরণ করত।

জানা গেছে, ৩১ বছর বয়সী ওই শিক্ষিকা ১৪ বছরের ছেলেটিকে তার সঙ্গে যৌন সম্পর্ক গড়তে বাধ্য করেন। ছেলেটি রাজি না হলে তাকে খুনের হুমকি পর্যন্ত দেয় শিক্ষিকা। এরপর নাবালকের সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও করে সেটিকে ইন্টারনেটে ফাঁস করে দেওয়ারও হুমকি দেন তিনি।

বেশ কয়েকমাস ধরে সেই নারীর এমন অত্যাচার সহ্য করতে না পেরে একদিন নাবালক তার বাবাকে ঘটনার কথা জানিয়ে দেয়। এরপর ছেলেটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনের একাধিক ধারায়। যদিও অভিযুক্ত শিক্ষিকা আপাতত পলাতক। এরই মধ্যে পুলিশ ঘনিষ্ঠ মূহুর্তের আপত্তিকর ভিডিওটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন...