পিবিএ ডেস্ক: জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছর জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এক বছর পরই আবারো ক্রিকেটে ফিরতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ (আইসিসি)। এর আগে আইসিসির কাছে নিজের দোষ স্বীকার করেছিলেন সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞা পাওয়ার কারণে আপাতত আর কোনো খেলায় অংশ নিতে পারছেন না সাকিব। তিনি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। নিষেধাজ্ঞার বেশিরভাগ সময়ই তিনি যুক্তরাষ্ট্রে কাটাবেন বলে আভাস মিলেছে। তবে এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পিবিএ/বিএইচ