পিবিএ,ঢাকা: খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক খুলাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে বাংলদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিওজেএ‘র কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার বলেন, বাংলাদেশে কোন সাংবাদিকই আজ নিরাপদ নয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন ও জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। দেশের বিরাজমান প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রতিপক্ষ বলে মনে করছে একটি বিশেষ মহল । তাই কারণে অকারণে সাংবাদিকদের ওপর জুলুম নির্যাতন ও হয়রানি জ্যামিতিকহারে দিনকে দিন শুধু বাড়ছে ।
সাংবাদিক নেতৃদ্বয় অবিলম্বে মিলটনের নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, মিল্টনের মতো অতি সজ্জন বিনয়ী একজন সাংবাদিককে একটি মিমাংসিত ঘটনায় আটক করা কোনভাবেই গণতন্ত্র ও মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য শুভকর হয়নি।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে মিলটনকে ফোনে ডেকে নিয়ে খুলনার একটি অভিজাত হোটেলের সামনে থেকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
২০১৮ সালে ১৫ এপ্রিল নড়াইলের কালিয়া উপজেলায় ‘চলন্তিকা যুব সোসাইটি’ নামক একটি বেসরকারি সংস্থা বিভিন্ন পর্যায়ের প্রায় আট হাজার গ্রাহকের টাকা আত্মসাৎ করার ঘটনায় ১৫এপ্রিল সংস্থার চেয়ারম্যান খবিরুজ্জামানসহ আটজনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা হয়। ওই মামলায় খুলনাঞ্চল সম্পাদক মো. মিজানুর রহমান মিলটনকে জড়ানো হয়। কিন্তু ঘটনার সাথে জড়িত না থাকায় পুলিশ বিষয়টি তদন্ত করে মিলটনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
পিবিএ/হক