খুলনায় নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনায় বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার (৬ নভেম্বর) শহীদ মোয়াজ্জম অডিটরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এছাড়াও মেলায় অধ্যক্ষ, খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, আয়োজক কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

মেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী কর্তৃক বিভিন্ন প্রকার প্রজেক্ট উপস্থাপন করা হয়। মেলায় চারটি গ্রুপে মোট ১১০টি প্রজেক্ট প্রদর্শিত হয়। এতে প্রায় ৫১৫ জন শিক্ষার্থী একক এবং দলীয়ভাবে প্রজেক্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী সক্ষমতাকে বাস্তবে রূপ দিতে এবং সৃজনশীল কর্মকান্ডে উৎসাহিত করতে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

বার্ষিক এ বিজ্ঞান মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা প্রদর্শন করেছে অটোমেটেড ফার্মিং প্রযুক্তি, স্মার্ট জুতা, বাতাসে দূষণ কমাতে তৈরি করেছে স্মার্ট ডাস্টবিন প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সোলার সিটি এবং পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক রিসাইকেলিংসহ আরও অনেক মানসম্মত প্রজেক্ট।

শিক্ষার্থীরা তাদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান বিজ্ঞান মেলার মাধ্যমে বাস্তবে প্রয়োগ করার সুযোগ পেয়ে থাকে। এ ধরনের বিজ্ঞান মেলা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনী কর্মকান্ডে আরও উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকগণকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি আহ্বান জানান।

বিজ্ঞান মেলায় অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় যা ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরিশেষে বিজ্ঞান মেলায় প্রত্যেক গ্রুপের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে একক এবং গ্রুপভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন...