খুলনার ডুমুরিয়ায় প্রধান শিক্ষককে বদলী ও শাস্তির দাবীতে মানববন্ধন

পিবিএ,খুলনা: খুলনার ডুমুরিয়ার ভান্ডারপাড়া আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বেপরোয়া মারপিট ও নিযার্তণ, অভিভাবকদের সাথে অসদাচারন এবং অনিয়ম-দুর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষক পিপলু রানীকে বদলী ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসের সামনে স্কুলের নিযার্তনের শিকার শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করে।

প্রধান শিক্ষককে বদলী ও শাস্তির দাবীতে মানববন্ধন
প্রধান শিক্ষককে বদলী ও শাস্তির দাবীতে মানববন্ধন

স্কুলের অভিভাবক মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা করেন শিলা বেগম, লাকি খাতুন, হাবিবুর রহমান, শেখ, হাফিজুর রহমানসহ অভিভাবক ও এলাকাবাসী।
এ সময় অভিভাবকরা বলেন, ভান্ডারপাড়া আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পিপলু রানী যোগদানের পর গত এক বছরে স্কুলের ৮/১০জন শিশু ছাত্রছাত্রী তার বেপরোয়া মারপিট ও নিযার্তনে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি তার নিযার্তনের ভয়ে এলাকার ছেলেমেয়েরা আর স্কুলে যেতে চাচ্ছে না।

এ বিষয়ে অভিভাবকরা কিছু জিজ্ঞাসা করতে গেলে তাদেরকেও গালিগালাজ ও অসদাচরন করছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মক্ষতার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না। সে কারনে বাধ্য হয়ে স্কুলকে রক্ষায় প্রধান শিক্ষক পিপলু রানীকে বদলী ও শিশুদের নিযার্তনের অভিযোগে তার শাস্তির দাবী জানান।

পিবিএ/এসসি/আরআই

আরও পড়ুন...