আশরাফুল ইসলাম সবুজ,(খুলনা)পাইকগাছা: খুলনা জেলা পুলিশের কর্ণধর, করোনা যোদ্ধা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ (বিপিএম) স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
জানা যায়, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) তার মা, স্ত্রী ও দুই সন্তানের বুধবার (২৬ আগস্ট) করোনা শনাক্ত হয়। তারা বাসাতে আইসোলেশনে আছেন। কিন্তু আগে থেকে এজমা সমস্যার কারণে এসপি শফিউল্লাহকে শনিবার (২৯ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তিনিসহ তার পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য লাভ করতে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি