পিবিএ,খুলনা: খুলনার ডুমুরিয়ার চুকনগরের কাঁঠালতলায় পিকআপ ও মাইকোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ গুরতর আহত হয়েছে। আহতদের মুমূর্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৮ টায় কাঁঠালতলা বাজারহস্থ মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ডুমুরিয়া থানা পুলিশ চুকনগর হাইওয়ে পুলিশ ও ফাঁয়ারসার্ভিস যৌথ ভাবে আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ জনের অবস্থা আশংঙ্কা জনক ছিল বলে পুলিশ জানায়। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পিবিএ/এসসি/হক