পিবিএ,খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়রের ঘোষনার ২৪ঘন্টার মধ্যেই মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে পুলিশ ও নিবার্হী ম্যাজিষ্ট্রেটের সহায়তায় নগরীর গল্লামারী ব্রীজ সংলগ্নে এলাকায় একটি বিল্ডিং, একাধিক দোকানসহ নদীর তীর দখল করে গড়ে ওঠা স্তাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বটিয়াঘাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার(ভুমি) মো: দেলোয়ার হোসেন, সিটি করপোরেশনের ম্যাজিষ্ট্রেট মো: মাসুমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদ করায় সন্তোষ প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক হেলাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুলনার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে বাচাতে এবং পরিবেশ রক্ষায় ময়ুর নদীসহ ২২টি খালের সকল অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
পিবিএ/এসসি/হক