খুলনায় অবৈধ দখল উচ্ছেদ ও জলাবদ্ধতা দূরীকরণের দাবীতে অবস্থান ধর্মঘট

khulna manchain PBA

পিবিএ,খুলনা: খুলনা মহানগরীর প্রাণ ময়ুর নদীসহ ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেন সংস্কার করে জলাবদ্ধতা দূরীকরণের দাবীতে অবস্থান ধর্মঘট ও কেসিসি মেয়রকে স্মারকলিপি প্রদান করেছে উন্নয়ণ কমিটি।

সোমবার সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে নগর ভবনের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করা হয়। উন্নয়ণ কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তৃতা করেন মহাসচিব শেখ আশরাফ উজ-জামান, সিপিবির এইচ.এম. শাহাদাত হোসেন, ওয়াকার্স পার্টির মফিদুল ইসলাম, আইনবীজি সমিতির সভাপতি নুরুল হাসান রুবা, সুজনের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খোদা,যুগ্মসম্পাদক মিজানুর রহমান বাবু, এম.শাহনেওয়াজ আলী, ইকবাল হোসেন রাজু, মিজানুর রহমান লালু, ইকবাল হোসেন বিপ্লব, নারী নেত্রী রসু আক্তার, আব্দুল হাকিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নাগরিক নেতৃবৃন্দ এ সময় খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ুর নদী পুন:খনন এবং সংযুক্ত ২২টি খালের দখল উচ্ছেদ এবং ভরাট হয়ে যাওয়া ড্রেন সংস্কার, হকার উচ্ছেদ ও পরিচ্ছন্ন নগরী গড়তে পরিকল্পিতভাবে কাযর্ক্রম গ্রহনের দাবী জানান।
পরে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে এসব দাবী বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করে মেয়র উন্নয়ণ কমিটির দাবী বাস্তবায়নের পদক্ষেপ নেয়ার কাজ শুরু করার কথা জানিয়ে ক্রমান্বয়ে সব অনিয়ম দুর করার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি এ সময় সকলের সহযোগীতা কামনা করেন।

 

 

পিবিএ/ এসডি/ ইএইচকে

আরও পড়ুন...