পিবিএ,খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) সাজারি ওয়ার্ডে চিকিৎসারত এক রোগির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা সন্দেহ করছেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার জ্বর ও শ্বাস কষ্ট ছিলো। বিকেলে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. সুব্রত সরকার জানান, বুধবার রাত আড়াইটায় থাইরয়েডে ক্যান্সারে আক্রান্ত এক রোগি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। থাইরয়েড অপারেশনের কারণে তার গলায় ইনফেকশন ছড়িয়ে পড়েছিলো। রাতে তাকে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনি মারা যান। এসময় তার শরীরে জ্বর ও শ্বাস কষ্ট ছিলো। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
ডা. সুব্রত সরকার জানান, পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন, ওই রোগি কিছুদিন আগে ঢাকার মডার্ন হসপিটালে থাইরয়েড অপারেশন হয়। অপারেশনের পর তাকে ওই হসপিটালের আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত এক রোগি মারা যান। পরে ওই হাসপাতাল থেকে সকলকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। তিনি সরাসরি খুলনায় এসে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে।
পিবিএ/শেখ হারুন অর রশিদ/বিএইচ