পিবিএ,পিবিএ: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রাজিয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পাসন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস।
তিনি জানান, রাজিয়া খাতুন খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার বাসিন্দা। কাঁশি, জ্বর, শরীরে ব্যাথা নিয়ে সকাল সাড়ে ৮টায় প্রথমে তিনি করোনা ইউনিটে ভর্তি হন। তাছাড়া তিনি হ্নদরোগেও ভুগছিলেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সাড়ে ৯টায় তিনি মারা যান। শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, বৃদ্ধার করোনা নিশ্চিতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
পিবিএ/শেখ হারুন অর রশিদ/এএম