খুলনায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ নারী আটক

পিবিএ, খুলনা: খুলনায় যুবককে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা ও এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, খুলনা সদর থানা পুলিশের এএসআই সিফাত, সোনাডাঙ্গা থানার এএসআই মিরান ও ফাতেমা (৪২)।

খুলনায় যুবককে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা ও এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক

শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি বাসায় মোঃ মনির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৪২) ভাড়া থাকেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ওই বাড়িতে সঞ্জিৎশীল নামের এক যুবককে নারী দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে এএসআই সিফাত ও এএসআই মিরান।

পরবর্তীতে ২৭ হাজার ৫ শ টাকা দিয়ে মুক্তি পান ওই যুবক। এ ঘটনার বিষয়ে তিনি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে আটক করে। এরপর তার তথ্য মতে এএসআই সিফাত ও এএসআই মিরানকে আটক করা হয়।

পিবিএ/এইচআর/আরআই

আরও পড়ুন...