পিবিএ, খুলনা: খুলনায় জাতীয় পতাকা অবমাননার দায়ে ‘সেইফ এন সেইভ’ নামের একটি সুপার শপকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক জান্নাতুল আফরোজ স্বর্ণা এ আদেশ দিয়েছেন।
এছাড়া একই সময় ওই প্রতিষ্ঠানে উচ্চ আদালত কর্তৃক বাতিলকৃত ২১টি পণ্যের মধ্যে সফট ড্রিংকস পাউডার বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার জন্য ৩২ হাজার ৩৩০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।
সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সামনে দীঘদিন ধরে লোহার দন্ডে টিনের তৈরী বিকৃত আকারের জাতীয় পতাকা সারিবদ্ধভাবে লাগিয়ে রাখা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ লংঘনের অপরাধে ওই প্রতিষ্ঠানকে অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে প্রদর্শিত জাতীয় পতাকা অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে।
পিবিএ/এসএইচআর/জেডআই