খুলনায় টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা বাস্তবায়ণ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

MELA PBA

পিবিএ,খুলনা: খুলনায় স্থানীয় পযার্য়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবর রহমান। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় সমাজকল্যান মন্ত্রনালয়েল সচিব জুয়েনা আজিজ, নৌপরিবহন সচিব মো: আব্দুস সামাদ, পল্লী উন্নয়ণ ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তদালুকদার, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়েল সচিব মো: আসাদুল ইসলাম, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ খুলনা বিভাগের ১০জেলার জেলা প্রশাসক,উধ্বর্তণ কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, গ্রাম ও তৃণমূল পযার্য়ে টেকসই উন্নয়ণ কাযর্ক্রম না হলে দেশ পিছিয়ে পড়বে এবং এসডিজি অর্জণ সম্ভব হবে না। বর্তমান সরকারের গৃহীত উন্নয়ণ প্রকল্প সমূহ দ্রুত ও নির্দিষ্ট সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন এবং গ্রাম হবে শহর কাযর্ক্রমকে যথাযথ বাস্তবায়নে কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে তিনি নির্দেশনা দেন।
পরে মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিববৃন্দ খুলনা শেখ রাসেল ইকোপার্কসহ বিভিন্ন উন্নয়ণ কাযর্ক্রম পরিদর্শণ করেন।

পিবিএ/এসডি/হক

আরও পড়ুন...